নিরুফা খাতুন: এক দশকের উষ্ণতম বড়দিনের সাক্ষী থেকেছে বাংলা। বর্ষশেষ বা বর্ষবরণও কি একইরকম কাটবে? বঙ্গবাসীর প্রশ্নের মুখে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বছর শেষে জাঁকিয়ে শীত উধাও। তবে বর্ষশেষের আগে হাওয়া বদলের ইঙ্গিত। রবিবারের পর নামবে পারদ। বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। দার্জিলিয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপ এখনও সুস্পষ্ট নিম্নচাপ রূপেই অবস্থান করছে। খুব ধীরে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। গতকালে তা রাজ্যে ঢুকেছে। আগামিকাল, শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরও একটি ঝঞ্ঝা। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত।