সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাজেটের জন্য মতামত ও পরামর্শ গ্রহণের জন্য দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে কীভাবে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, এই বৈঠকে সে বিষয়েও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।
মঙ্গলবারের নীতি আয়োগের দপ্তরে রুদ্ধদ্বার এই বৈঠকে বাজেটের বিষয়ে পরামর্শের বাইরে প্রধানমন্ত্রী কীভাবে কৃষি, ক্ষুদ্র ও ছোট শিল্পক্ষেত্র (এমএসএমই) এবং উৎপাদন ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলা যায় এবং এই ক্ষেত্রগুলি থেকে কীভাবে আরও বেশি মাত্রায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে সে বিষয়েও দেশের অর্থনীতিবিদের কাছ থেকে বৈঠকে পরামর্শ চাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। যা তাৎপর্যপূর্ণ। দেশে যে বেকার সমস্যা ক্রমবর্ধমান এবং কেন্দ্র সরকারের এই সমস্যার মোকাবিলা করতে এখনও সক্ষম নয় বলেই অভিযোগ রয়েছে নানা মহল থেকে। সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, কেন্দ্রীয় বাজাটের আগে প্রথামাফিক হলেও এদিনের বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
পাশাপাশি, এদিনের বৈঠকে ২০৪৭ সালের মধ্যে ভারত কীভাবে উন্নত দেশ লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে সে বিষয়ে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছেন বলে খবর। তৃতীয়বার ক্ষমতায় আসার পরে মোদি দেশকে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ লক্ষ্যে পৌঁছনোর জন্য নানা পদক্ষেপের উপর জোর দেওয়ার কথা বলেছেন। তা নিয়ে এদিনের বৈঠকে বিশদে আলোচনাও হয়েছে। পাশাপাশি ১৫ জন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মধ্যে কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি-সহ সুরজিৎ ভাল্লা, ডি কে যোশীসহ একাধিক বিশিষ্টজন এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।
পাশাপাশি বৈঠকে অর্থনীতিবিদদের পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরণও উপস্থিত ছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১ তারিখ, শনিবার সংসদে বাজেট পেশ করবেন নির্মলা।